প্রধান ভবনঃ দৈর্ঘ্য ৭০ ফুট প্রস্থ ৩৫ ফুট
সংক্ষিপ্ত পরিচিতিঃ নারায়নগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৩.০০ কিঃমিঃ পশ্চিমে আমগাঁ বরগাঁ নামক স্থানে ১.৫৪ একর শতাংশ ভুমিতে ‘‘দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের’’ একাডেমিক ভবন অবস্থিত।
বিদ্যালয়ের আঙ্গিনাটি ৩০শতাংশ পুকুর ও আবাদীজমির পরিমান ১.২৪ শতাংশ ।
সংক্ষিপ্ত ইতিহাস ঃ- অত্র এলাকার সহ শিক্ষা সম্প্রসারনের মহান ব্রত নিয়ে এলাকার কতিপয় বিদ্যুৎসাহী ব্যাক্তি বর্গের ঐকান্তিক প্রচেষ্টা ও মহান উদ্যেগে আনুষ্ঠানিক ভাবে ০১/০১/১৯৭৬ সালে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনী পর্যন্ত ৩০/৪০জন ছাত্র/ছাত্রী নিয়ে দবির উদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়ে ১৯৮৬ সালে জুনিয়র বিদ্যালয় হিসেবে প্রথম স্বীকৃতি লাভ করে । ১৯৯৫ সালে নবম শ্রেনী খোলার একাডেমিক স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটির লেখাপড়ার গুনগতমান ও খেলাধুলায় যথেষ্ট সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এল আকৃতির বিশাল টিনের কাঁচা ঘরটি শ্রেণী কক্ষেও সম্পূর্ন অযোগ্য। কাঁচা মাটির, টিনের বেড়া যা শব্দ দুষনসহ শ্রেনী পাঠদান কার্যক্রম সম্পূর্ন ভাবে ব্যাহত হচ্ছে।
মোট ছাত্র ছাত্রীর সংখ্যা-৬৫২জন।
ক্রমিক সংখ্যা | শ্রেনী | শিক্ষার্থীর সংখ্যা |
মোট | |
ছাত্র
| ছাত্রী | |||
০১ | ৬ষঠ | ৮২
| ১৩৩ | ২১৫ |
০২ | ৭ম | ৮৩
| ৬৭ | ১৫০ |
০৩ | ৮ম | ৫৪ | ৪৭ | ১০১ |
০৪ | ৯ম | ৫৪ | ৫৯ | ১১৩ |
০৫ | ১০ম | ৩৩
| ৪০ | ৭৩ |
মোট্র |
| ৩০৬ | ৩৪৬ | ৬৫২ |
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নম্বর |
০১ | মুহাম্মদ দবির উদ্দিন ভূঁইয়া | সভাপতি | ০১৭১৩-০১৭০৬২ |
০২ | ড. মুহাম্মদ আজগর আলী | সদস্য সচিব | ০১৮২২-৮২১৮৯৮ |
০৩ | মুহাম্মদ আঃ রশিদ মিয়া | শিক্ষক প্রতিনিধি | ০১৭৩১-১১৪১২৬ |
০৪ | মোঃ মোস্তফা ভূঁইয়া | অভিভাবক সদস্য | ০১৭৫৪-০৬৪৫৫৫ |
ক্রমিক নং | ররীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
০১ | জে, এস সি | - | - | - | ৭৪.৩৫% | ৯২.১২% |
০২ | এস, এস, সি | ৯৬.৯৭% | ৯৭.১৪% | ৭৮.৯৫% | ৮৪.০৫% | ৮৮.১৩% |
সফলতাঃ-১টি চৌচালা টিনের ঘর নিয়ে ১৯৭৬সালে শুরু হওয়া বিদ্যালয়টি বর্তমানে ৩কক্ষ বিশিষ্ট ১টি বিল্ডিং ও পূর্নাঙ্গ উচ্চ বিদ্যালয় হিসেবে একাডেমিক স্বীকৃতি এবং সহশিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করে অত্র এলাকায় শিক্ষা প্রসারে গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি থেকে জে,এস,সি,এর বৃত্তি ও এস,এস,সিতে ধারাবাহিক ভাবে জি,পি,এ, ৫ প্রাপ্তি ,স্কাউটিং ও খেলাধুলায় উপজেলা পর্যায়ে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ- বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন সাধন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতঃ শিক্ষার গুনগত মান বৃদ্ধি করে পাবলিক পরীক্ষা গুলোতে শতভাগ পাশ নিশ্চিবত করা। সকল শাখা সহ একাদশ ও দ্বাদশ শ্রেনী চালু করা।
যোগাযোগঃ-
প্রাধান শিক্ষক
দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়
গ্রামঃ- আমগাঁ,বরগাঁ,পোঃ- বরাব বাজার, উপজেলা-সোনারগাঁ,জেলা-নারায়ণগঞ্জ।
অফিসঃ-০১৮২২-৮২১৮৯৮
যাতাযাতঃ- উপজেলা হতে মদনপুর বেবী যোগে নয়াপুর হতে বরগাঁ স্কুল ,
ঢাকা টু নরসিংদী রোডে বরপা টু রিক্সায় স্কুল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস